আমাদের গাঁও ছিল নদী দিয়ে ঘেরা
বালুপথ আলপথে সেই গায়ে ফেরা।
কতশত নাও যেত নদীজলে ভেসে
কচুরিপানার দল থাকে যেন হেসে ।
আমাদের গাঁয়ে ছিল সবুজের মাঠ
মনোযোগ দিয়ে করি সেই গাঁও পাঠ
গাছতলে বসে পড়ি পাখিদের ভাষা
শীতকালে যত পাখি উড়ে উড়ে আসা ।
আমাদের গাঁয়ে ছিল সবেদ এর ভিটা
মানুষেরা খেত বেশি কাউনের পিঠা
জলাশয় ছিল খুব মাছে মাছে ভরা
ডাল পিষে মানুষেরা বানিয়েছে বড়া।
আমাদের গাঁয়ে ছিল শত কোলাহল
সেই গাঁও নেই আর হয়ে গেছে জল।