নামকাব্য
নামকাব্যটা বিষয়ভিত্তিক ছড়া
ছন্দছড়ায় নামের প্রকাশ করা
প্রকাশভঙ্গি হালকা আবার কড়া
কখনোবা আবেগ দিয়ে গড়া।
ঝিকে মেরে বউকে শেখায় যেমন
কখনো তা রূপক অর্থে তেমন
বাস্তবতা সত্য কথা তুলে
নামটাকে ওই সাজায় শব্দফুলে।
গাঙচিল
আকাশমুখী গাঙচিল
ভুলেছ কি গাঙ বিল?
উড়ে উড়ে দূরে যাও
শূণ্যে আমিষ বাতাস খাও
ডানায় গন্ধ জল রোদের
দুঃখ নাকি সুখবোধের?
তীক্ষ্ণ চোখে নীল মেখে
উড়লে কোথায় বিল রেখে?
ঘাসফুল
ঘাসফুল ফুটে আছে ঘাসে
ওই দেখ কী দারুণ হাসে
ঘাসফুল ফুটে আছে ঘাসে
মনে হয় বসে থাকি পাশে।
ঘাসফুল ফুটে আছে ঘাসে
রূপ দেখে চোখজুড়ে আসে
ঘাসফুল ফুটে আছে ঘাসে
যেয়ো নাগো ফুল কেউ নাশে।