হাইকু

০১
গুটিপোকার দাঁত
কেটে গুঁড়ো করে কাঠ
যেনবা করাত ।

০২.
ঢাকায় বৃষ্টি হয়
জলাবদ্ধতায়
বন্যা মনে হয়।

০৩
চাঁদ উঠেছে চাঁদ
চাঁদের আলো মেখে গায়
নদীও উন্মাদ।

০৪
জলাশয়ের ক্ষার
শাপলা শালুক পদ্মফুল
আগলে রাখার ভার ?

০৫.
বোশেখ মাসের আম
চায় না নিতে ভুল করেও
কাল বোশেখির নাম ।

০৬.
নদীর বুকে ঝড়
মাতাল হাওয়ার ধাক্কাতে
ভাঙছে মেঘের ঘর ।

০৭.
সরে গেছে মেঘ
তবু কেন আকাশজুড়ে
থমথমে উদ্বেগ ।

০৮.
বৃষ্টি যখন শেষ
ভেঁজা শরীর মেলে দেয়
প্রকৃতিও বেশ ।

০৯.
পিঁপড়ে খোঁজে গুড়
গুড়ের খবর পেয়ে যায়
থেকেও বহুদূর ।

১০
বসন্ত বাতাস
মন খুঁজে নেয় মনের ঘর
ভালোবাসার চাষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading

আলম সিদ্দিকী